Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নয়াদিল্লি ও লন্ডনের প্রেস মিনিস্টার হলেন দুই সাংবাদিক ■ শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু ■ সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সন্ত্রাসী নিহত ■ ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত ■ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ ■ সরকারি চাকরিতে আসছে নতুন নিয়োগ, দুপুরে ঘোষণা ■ প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, যান চলাচল বন্ধ
প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, যান চলাচল বন্ধ
Published : Sunday, 24 November, 2024 at 12:22 PM

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়ে অবরোধ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ওই পথে আসা যাত্রীরা। 

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অবরোধ শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

মোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটমোহাম্মদপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
এ বিষয়ে উপস্থিত অবরোধকারীরা বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে ৮-১০ লাখ চালক কর্মহীন হয়ে পড়েছেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এসময় ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করবো।
প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, যান চলাচল বন্ধ

প্রেসক্লাবের সামনে রিকশাচালকদের অবরোধ, যান চলাচল বন্ধ









স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন।

এর আগে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শনিবার রাজধানীতে যেসব দোকান-পাট বন্ধ
দেশসংবাদ ডেস্ক
Saturday, 23 November, 2024
সরে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up