Published : Saturday, 23 November, 2024 at 7:47 PM
পরিবেশগত কারণে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের (কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক) বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা বলেন, সিলেটের নদনদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে সড়কটির কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে। এজন্য আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
নির্বিচারে হাওর ভরাটের মাধ্যমে, আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ, রাস্তা নির্মাণ করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎসসম্পদ। ব্যাহত হয়েছে পানিপ্রবাহ।
সিলেট মৎস্য অধিদপ্তর আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
কর্মশালায় সিলেটের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন জেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।