Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ ■ দেশের আত্মাটাকে ধ্বংস করেছে আ: লীগ ■ গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না ■ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক ■ ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ ■ বাগলানে মাজারে বন্দুক হামলা, নিহত ১১ ■ এক সপ্তাহে ডেঙ্গুতে গেলো ৩৯ প্রাণ
অ্যান্টিগা টেস্টে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
Published : Friday, 22 November, 2024 at 7:58 PM, Update: 22.11.2024 10:53:19 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

টেস্টে নেতৃত্বের অভিষেকে টস ভাগ্য গেল মেহেদী হাসান মিরাজের পক্ষে। বাংলাদেশ অধিনায়ক আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিলেন। তার মতে, বেশ উইকেট ভালো হলেও প্রথম ঘণ্টায় বোলিংয়ে সুবিধা আদায় করা যেতে পারে।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ। প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

টেস্টে এই মাঠে বাংলাদেশের রয়েছে কিছু দুঃসহ স্মৃতি। সবশেষ দুই সফরেই অ্যান্টিগায় প্রথম ইনিংসে তাদের ব্যাটিং বিপর্যয় ঘটেছিল। ২০১৮ সালে প্রথম ইনিংসে স্রেফ ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এই সংস্করণে এটি টাইগারদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পেস সহায়ক উইকেটের জন্য ক্যারিবিয়ানরা একাদশ ঘোষণা করেছিল আগের দিনই। তারা পাঁচ পেসার রেখেছে। অভিজ্ঞ কেমার রোচের পাশাপাশি বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গ দেবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক মিরাজের নেতৃত্বে নামতে যাওয়া একাদশে পেসার তিনজন। তারা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে থাকছেন মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেডেন সিলস।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রথম টেস্টে যেমন হতে পারে বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
Friday, 22 November, 2024
নিষিদ্ধ হলেন আকবর আলি
ক্রীড়া ডেস্ক
Thursday, 21 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up