বায়ু দূষণের মান নির্ণয় করা সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক তাদের প্রতিবেদন করেছে। সেখানে ঢাকা শহরে শুষ্ক আবহাওয়ায় বেড়েছে বায়ুদূষণ।
শুক্রবার (২২ নভেম্বর) বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ তিন নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৯টায় এই তথ্য দেখা গেছে।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৪৯৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২০ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৪১৬। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
এছাড়া ১৭৯ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান তালিকার শীর্ষ তিন নম্বরে। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।