Published : Thursday, 21 November, 2024 at 11:00 PM
মাদরাসা শিক্ষা শক্তিশালীকরণ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ ইসলামিক শিক্ষার প্রতি সারা বিশ্বে গুরুত্ব দিতে আফগানিস্তানের অর্থ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল ঘানি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্বরা। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিরাও।
বর্তমান কারিকুলাম সংস্কার, অবকাঠামো প্রকল্প শুরু করা এবং আফগানিস্তানে ব্যবসা ও শিল্প বৃদ্ধি করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত বলেন, আফগানিস্তানের অর্থনেতিক পরিস্থিতিরি উন্নয়নের জন্য ইসলামিক আমিরাত সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বড় অর্থনৈতিক প্রকল্প শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ও এই অঞ্চল ও বিশ্বের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। অতীতের তুলনায় বর্তমানে শিল্পখাতে উন্নতি সাধন হয়েছে। এছাড়া অর্থনেতিক স্বনির্ভরতা অর্জন করা হয়েছে।