Published : Thursday, 21 November, 2024 at 10:48 PM
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে শাটল বাস সার্ভিস। মূলত আগামী ৩ মাসের জন্য ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই শাটল বাস সার্ভিসটি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শাটল বাস সার্ভিসের জন্য নির্ধারিত বাসসমূহ পরিদর্শন করেছেন।
এখন পর্যন্ত বাসগুলো ক্যাম্পাসে নিয়ে আসা হয়নি। আগামী সপ্তাহে তা আনা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
জানা যায়, ৩টি নন এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে। সম্ভাব্য রুটগুলো হলো:-