Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ■ সরকার জানালো যখন নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ ■ মৃত্যু বাড়ছে ডেঙ্গুতে, একদিনে গেলো আরও ৭ প্রাণ ■ তামিমকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা ■ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ ■ জবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর ■ পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮
Published : Thursday, 21 November, 2024 at 8:30 PM

প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে

প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবারখাওয়া প্রদেশে যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় কয়েকটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বন্দুকধারীরা। প্রথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 

স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন রয়টার্সকে বলেন, দুটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি চালিয়েছে। দুটি ভ্যানের একটিতে করে আমার স্বজনেরাও পেশোয়ার থেকে যাত্রা করেছিলেন।

এদিকে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি। 

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। হামলায় আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জিম্মি মুক্তি নিয়ে যা বলল হামাস
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 21 November, 2024
ইমরান খানের জামিন মঞ্জুর, মুক্তির নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 20 November, 2024
অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 19 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up