Published : Thursday, 21 November, 2024 at 10:36 AM
ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলমসহ ১৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পতিত সরকারের সহযোগীরা। সেই হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারসহ ১৬ জন কর্মকর্তা হত্যা মামলার আসামি হয়েও এখনো চাকরিতে বহাল রয়েছেন।
তারা আরও বলেন, হত্যা মামলার এ আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের অর্থ জোগান দিয়ে এই নির্মম গণহত্যা সংঘটিত করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিরা পদত্যাগ না করলে ও আটক না হলে ছাত্র-জনতা মিলে আরও কঠোর আন্দোলনে নামা হবে।