Published : Thursday, 21 November, 2024 at 7:33 AM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে আগামী ডিসেম্বরে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত।
সূত্রে জানা যায়, ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (যৌথ পরামর্শক সভা) হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে এটি অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বাংলাদেশে আসার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
আরেকটি সূত্র বলছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের মাঝামাঝিতে যে বৈঠকটি হতে যাচ্ছে, সেটি প্রায় নিশ্চিত। বৈঠক নিয়ে উভয়পক্ষ কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সম্পর্কের অস্বস্তি কাটাতে এ বৈঠক বেশ গুরত্বপূর্ণ।