Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে ■ জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান ■ আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না ■ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প ■ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে ■ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত ■ ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
মুজিব বর্ষের খরচ ১২শ' কোটির বেশি, এ বছরের বরাদ্দ বাতিল
Published : Wednesday, 20 November, 2024 at 5:24 PM

 সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক

সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক

মুজিব বর্ষ উদযাপনের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ করা বাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, মুজিব বর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। এ খরচের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের মুজিব বর্ষের বরাদ্দ বাজেট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য ২০১০ সালের 'বিশেষ বিধান' আইন রহিত করার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া, প্রতিবছর ১৮ ডিসেম্বর 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' এবং 'জাতীয় প্রবাসী দিবস' একসঙ্গে উদ্‌যাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
নিজস্ব প্রতিবেদক
Thursday, 21 November, 2024
নতুন প্রজন্মের ভাষা ও আকাঙ্ক্ষা বুঝতে হবে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up