Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে ■ জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান ■ আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না ■ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প ■ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে ■ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত ■ ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
সায়েন্সল্যাব মোড় রণক্ষেত্র, সিটি কলেজে ভাঙচুর
Published : Wednesday, 20 November, 2024 at 5:15 PM, Update: 20.11.2024 5:19:12 PM

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠেছে এলাকাটি। বাস ভাঙচুরের ওই ঘটনাটি গিয়ে সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এখন পরিস্থিতি এমন যে, পুলিশ-সেনাবাহিনী গিয়েও তা নিয়ন্ত্রণ হিমশিম খাচ্ছে। শেষ পযর্ন্ত পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনার শুরু। তখন থেকে মিরপুর সড়কে যান চালাচল বন্ধ। সংঘর্ষ এখনও চলছে।

সরেজমিন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

এরই মধ্যে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে মিরপুরে। অটোরিকশার চালকদের আন্দোলনের ফলে মিরপুর ১০ নম্বর হয়ে আগারগাঁওয়ে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
যত দিন বন্ধ ঢাকা কলেজ ও সিটি কলেজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
সিটি কলেজকে সরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ঐক্যের ডাক দিলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
শিক্ষার্থীর মৃত্যুতে জাবি ব্লকেড
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up