Published : Wednesday, 20 November, 2024 at 11:15 AM
মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে বিদায় নেওয়ার পর ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গেরার্দো 'টাটা' মার্তিনো। এর ফলে, ২০২৫ সালে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নতুন কোচের অধীনে খেলবেন।
টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, টাটা মার্তিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এই বিষয়ে তিনি ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে শুক্রবার একটি প্রেস কনফারেন্স করবেন বলে জানা গেছে।
জুন ২০২৩-এ ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার পর মার্তিনো দলটির সঙ্গে একটি সফল সময় কাটান। তিনি লিওনেল মেসি, সের্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের সঙ্গে পুনর্মিলিত হন, যাদের তিনি বার্সেলোনায়ও কোচিং করিয়েছিলেন।
তার অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল, যা যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির প্রথম শিরোপা। এছাড়াও, দলটি ইস্টার্ন কনফারেন্সে উজ্জ্বল পারফরম্যান্স দেখায়, সাপোর্টারস শিল্ড জেতে, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়।
তবে, আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরে প্রথম রাউন্ডেই প্লে-অফ থেকে বাদ পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। এই পরাজয়ের কয়েক দিন পরই টাটা মার্তিনো তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।