Published : Wednesday, 20 November, 2024 at 10:34 AM
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের একমাত্র গোলেকে পেরুকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচের পরাজয়ের ক্ষত নিয়ে লা বোমবেনায় মাঠে নেমেছিল স্কালোনির দল। এই জয়ে তারা ফিরে পেল আত্মবিশ্বাস আর ধরে রাখল দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থান।
এই ম্যাচে মার্তিনেজের গোলটি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে ১,৯৯৯তম গোল। পাশাপাশি মার্তিনেজ জাতীয় দলের জার্সিতে তার ৩২তম গোল করে ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন। বর্তমানে দুজনই আর্জেন্টিনার পঞ্চম সর্বোচ্চ গোলদাতা।
মেসিও আন্তর্জাতিক ফুটবলে ল্যান্ডন ডনোভানের ৫৮ গোল বানানোর রেকর্ডে ভাগ বসিয়েছেন। তার আরেকটি অসাধারণ ম্যাচ কাটানোর দিনে এই রেকর্ড যুক্ত হয়েছে তার নামের পাশে।
পুরো ম্যাচে আর্জেন্টিনা নিয়েছে ১০টি শট, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। পেরু একটি শটও নিতে পারেনি।