Published : Wednesday, 20 November, 2024 at 10:18 AM
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠ ও সুন্দর হয় সেজন্য এই কমিটি গঠন করা। নানা বিষয়ে পরামর্শের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নবনিযুক্ত ৬ সদস্যের অনুসন্ধান কমিটি।
আজ বুধবার সন্ধ্যায় তারা সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির সদস্যরা সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু: ইউনিসেফইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু: ইউনিসেফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এই অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন।
অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।