Published : Wednesday, 20 November, 2024 at 9:48 AM
রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করতেই চার দিনের সফরে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম। তার সফরের মূল ফোকাস হবে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত নিয়ে।
তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইসিসির প্রধান কৌঁসুলি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তার প্রথম কর্মযজ্ঞ কক্সবাজার থেকে শুরু হবে। কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন করিম। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।