Published : Wednesday, 20 November, 2024 at 9:27 AM, Update: 20.11.2024 9:41:43 AM
দেশে শীতের আবেশ শুরু হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর নতুন খবর দিচ্ছে। তারা জানিয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কমবে। একই সঙ্গে ঘন কুয়াশা দেখা দেবে।
বুধবার (২০ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়াও শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।