Published : Tuesday, 19 November, 2024 at 10:10 PM
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নিয়মিত তারল্য গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এই গ্যারান্টির আওতায় আর্থিকভাবে সংকটে থাকা চারটি ব্যাংকের মধ্যে তিনটিকে ২৬৫ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ধার পাওয়া তিনটি ব্যাংক হলো—ফাস্ট সিকিউরিটি, ন্যাশনাল ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলোকে ধার দিয়েছে ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সংকটে থাকা ৭টি ব্যাংককে গত অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত মোট ধার দেয়া হয়েছে ৭ হাজার ৫০ কোটি টাকা।
ব্যাংকাররা জানান, বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে সহায়তা করেছে তা পর্যাপ্ত না। তারল্য সহায়তা না বাড়ালে ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা আরও কমে যাবে। ইতোমধ্যে বিভিন্ন শাখায় গিয়ে গ্রাহক টাকা পাচ্ছেন না। গ্রাহকদের টাকা দিতে না পেরে হেনস্তা ও মারধরের শিকার হচ্ছেন ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে দুই বছর যাবৎ তীব্র তারল্য বা নগদ অর্থ সংকটে রয়েছে দেশের অন্তত ১২টি ব্যাংক।