Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে ■ জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান ■ আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না ■ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প ■ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে ■ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত ■ ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
নির্বাচিত হয়ে আসলে জাতীয় সরকার গঠন করবো
Published : Tuesday, 19 November, 2024 at 3:43 PM

সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তারা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আসবেন, যারা বিএনপি সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ পরিচালনা করবেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হয়ে আসলে আমরা একা দেশ চালাবো না। আমরা একটি জাতীয় সরকার গড়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়? সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই, সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো। আমরা চাই না— শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই না, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক।

'সরকারের লোক যারা আছেন, তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন। কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন', বলেন তিনি। 

তিনি বলেন, ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসন, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকি কাজগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবেন।'

'জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে, সকলের সঙ্গে আলোচনা করে, অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন', বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, 'যতবারই বলি, আপনার শুধু বলেন আমরা শুধু নির্বাচন নির্বাচন করি। নির্বাচন বলি জাতির স্বার্থে। বিএনপির স্বার্থে তো করছি না। সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, সেটা দেখেন। ৬২টি দল একসঙ্গে এই প্রস্তাবনা দিয়েছি।'

ফখরুল আবার বলেন, 'একটি বিষয় আমাদের সবার স্বীকার করতেই হবে, এদের কারও রাজনৈতিক অভিজ্ঞতা নেই।'

'এর আলাদা যোগ-বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশন আছে। এটা বুঝতে পারবে রাজনীতিবিদরা। এজন্য আমরা রাজনীতিবিদরা বলছি নির্বাচন দ্রুত করো। কারণ কী? বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা বলছি নির্বাচন দ্রুত না হলে এ সমস্যাগুলো বাড়বে। অন্যান্য সমস্যা বাড়বে', বলেন তিনি।

ফখরুল বলেন, 'এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দেয়া হচ্ছে, যা আমাদের দেশের বড় সম্পদ। এরা কিছুই করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স, পলিটিক্যাল শক্তি নেই।'

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের গতকালের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'ইন্টেলিজেন্ট ছিল না সরকারের? অন্তবর্তীকালীন সরকার জানত না এরকম হতে পারে? কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না?'

'এই সরকার এখনো স্ট্যাবল হতে পারেনি। এজন্য আমরা বারবার বলছি এটা আপনাদের কাজ না। আপনারা তাড়াতাড়ি একটা নির্বাচন দেন,  যাদের কাজ তারা করুক', যোগ করেন তিনি।

ফখরুল বলেন, 'আমরা সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছি। এখানে দেখেন কোন প্রস্তাব আপনারা নেবেন, কোনটা নেবেন না। আসল জিনিসটাতে আসেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনারা দ্রুত নির্বাচন দিন।'

'আপনারা রোডম্যাপ দেন। কবে কী করবেন আপনারা জানান। এটা আমরা জানাতে পারব না। নির্বাচনের রোডম্যাপ দিলে মানুষের মধ্যে আস্থা আসবে', বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই আপনারা সফল হোন। আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুক।'

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 21 November, 2024
‘আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না’
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
নির্বাচিত হয়ে আসলে জাতীয় সরকার গঠন করবো
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয়
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up