Published : Tuesday, 19 November, 2024 at 11:07 AM
বায়ুদূষণের তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় নম্বরে রয়েছে। শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৪৭৫ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এখানকার দূষণ স্কোর ২৫২ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপর পাকিস্তনের আরেক শহর করাচি রয়েছে চতুর্থ নম্বরে। এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।