দখলদার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ হাজার ৯২২ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৬ জন নিহত এবং আরো ১৫৮ জন আহত হয়েছেন। এতে হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৮৯৮ জন। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহর লুট করা হয়েছে। শনিবার ওই ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। সোমবার ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য দিয়েছে।
ইউএনআরডব্লিউএর সিনিয়র ইমারজেন্সি অফিসার লুইস ওয়াটারিজ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে খাদ্যের ওই বহর নিয়ে আসছিল তাদের সংস্থা।
খাদ্যবাহী এই বহরকে অল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত পেরিয়ে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তার পরই ওই লুটপাটের ঘটনা ঘটে।