৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোন পদক্ষেপ না নেয়ায় পরীক্ষায় অংশ নেয়া ২৪ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।