রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের আরও ৩ প্রশিক্ষণার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) তাদেরকে অব্যাহতিপত্র দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অব্যাহতি পাওয়া প্রশিক্ষণার্থীরা।
নাশতা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কারণ দেখিয়ে সারদা পুলিশ একাডেমিতে এর আগে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ এসআইকে গত ২১ অক্টোবর অব্যাহতি দেয়া হয়।
এরপর গত ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়। সব মিলিয়ে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচ থেকে ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যহতি দেয়া হলো।
সোমবার সর্বশেষ যে তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১৩ নভেম্বর তাদের শোকজ করা হয়েছিল।
‘কৈফিয়ত তলবনামা’ শিরোনামে শোকজের ওই চিঠিতে বলা হয়েছিল, “আপনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ৪০তম ক্যাডেট এসআই/২০২৩ ব্যাচে গত ৫/১১/২০২৩ খ্রিঃ হতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণরত আছেন। গত ১২ নভেম্বর জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের রাত্রিকালীন কমবাইন্ড ক্লাস ছিল।
“উক্ত ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএই আপনাদের যথাসময়ে ফলইন করিয়ে রওনা করেন। কিছু দূর যাওয়ার পর আপনি মূল দল থেকে আলাদা হয়ে যান। আপনাকে বারবার দলের সাথে মিলে সঠিকভাবে মার্চিং করে যেতে বললেও আপনি কোম্পানির সিএইচএম এর কথা না শুনে কমান্ড অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হৈ চৈ করতে থাকেন।
“আপনার এই ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম শৃঙ্খলার পরিপন্থী মর্মে কোম্পানি সিএইচএম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন।”
চিঠিতে আরও বলা হয়, আপনার এহেন কার্যকলাপের প্রেক্ষিতে ১৯৪৩ সনের পিআরবি বিধি 741-iii উপবিধি b (iii) মোতাবেক আপনাকে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।
অব্যহতি পাওয়া প্রশিক্ষণার্থী এক এসআই নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, যে অভিযোগে আমাদের অব্যাহতি দেয়া হয়েছে সেদিন এমন কোনও ঘটনাই ঘটেনি। অভিযোগের বিষয়ে কোনও প্রমাণ দেখাতে পারবে না সারদা কর্তৃপক্ষ। আমাদের অন্যায়ভাবে অব্যহতি দেয়া হলো।
প্রশিক্ষণরত তিন এসআইকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, বিষয়টি আমি এখনও জানি না। জেনে আপনাকে জানাতে হবে।
এর আগে ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৪ নভেম্বর যে ৫৮ ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছিল, তাদের মধ্যে ১০ জনের ক্লাসে প্রশিক্ষক হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক প্রিন্সিপাল মো. নাজিবুর রহমান। তিনি সম্প্রতি দাবি করেন, তার ক্লাসে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।