Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড গড়েছে সৌদি আরব ■ চলতি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার ■ ঢাবি ছাত্রদলের কমিটি থেকে ৬ নেতাকে অব্যাহতি ■ ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড ■ আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ■ দেশকে মজবুত অর্থনীতি দিয়ে যাওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার ■ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না
সংস্কারে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে
Published : Saturday, 16 November, 2024 at 9:55 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্র সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করারও তাগিদ দিয়েছেন এ বিএনপি নেতা।   
 
শনিবার (১৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই- বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে। সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আমি আশা করবো নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকেন্দ্রিক প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা; এগুলো সংস্কার করে আমাদের অতিদ্রুত নির্বাচনে যাওয়াটা হবে এ দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। 

একটা কঠিন সময় পার করছি আমরা উল্লেখ করে ফখরুল বলেন, এই সময়টা সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এবং সফলতা অর্জন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ মির্জা ফখরুল বলেন, আগামীর সরকার আপনাদের তৈরি করতে হবে। আগামীর সরকার হবে জাতীয়তাবাদী; তারেক রহমানের সরকার তৈরি হবে। সেখানে আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমানসহ বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রদল
ঢাবি প্রতিনিধি
Thursday, 14 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up