Published : Saturday, 16 November, 2024 at 12:29 PM
গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে থানাধীন সারাবো এলাকায় সড়কে শ্রমিকরা অবস্থান নেয়।
সরেজমিনে জানা যায়, শ্রমিকরা আজ সকাল ৯টা ৫২ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, 'বেক্সিমকো শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।'
বিক্ষোভে অংশগ্রহণ নেওয়া শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বকেয়া বেতন দিতে দেরি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা আগে কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। অবরোধের কারণে সড়কে উত্তেজনা বিরাজ করছে।
সকাল ১১টায় কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ আছে।'
জিরানী থেকে স্কয়ার পর্যন্ত যান চলাচল থেমে আছে বলে জানিয়েছে নাওজোড় হাইওয়ে পুলিশ।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু এ বিষয়ে মন্তব্য করতে কেউ রাজি হননি।