Published : Saturday, 16 November, 2024 at 12:01 PM, Update: 16.11.2024 12:38:24 PM
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতির সময় টাকা ও স্বর্ণালংকারের সঙ্গে নিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন ফারজানা আক্তার। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকেও নিয়ে যায়। ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে।
গত বৃহস্পতিবার এক নারী সাবলেট হিসেবে ওই বাসায় উঠেছিলেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।
তিনি বলেন, পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী।