Published : Saturday, 16 November, 2024 at 8:32 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন নেতাকর্মীদের খোলা মাঠে রেখে শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমরা দেখেছি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কীভাবে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়েছে, গুম, খুন ও নির্যাতন করেছে। যেইসব নেতাকর্মীরা তার ওপর ভরসা করতো তাদের রেখে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এ শিক্ষাটা আমাদের নিতে হবে। একই কাজ যেন আমরাও না করি। হাসিনার কোনো দোসর যদি বিগত সময়ে অন্যায়, অত্যাচার ও অপকর্ম করে থাকে তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া দরকার সেটিই যেন হয়। একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন অন্যায়ের শিকার না হয়।’
তিনি বলেন, আমাদের পারস্পরিক সম্পর্ক থাকা উচিত। কেউ একজন অন্য দল করে বলে সে আমার শত্রু, এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ভালোকাজ করলে সে যে দলেরই হোক তার সুনাম করবো। কাজ খারাপ করলে সমালোচনা করবো।