Published : Saturday, 16 November, 2024 at 7:00 AM
ভারতের উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি মেডিকেল হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মারা গেছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।
ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির অনলাইনে প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীদের রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।
হৃদয়বিদারক ভিডিওগুলোতে নিহত শিশুদের আত্মীদের অঝোরে কাঁদতে দেখা গেছে। তাদের একজন কাঁদতে কাঁদতে বলছেন, আমার বাচ্চা পুড়ে মারা গেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেন, ঝাঁসি জেলায় অবস্থিত মেডিকেল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। আমি নিহতদের আত্মার পরিত্রাণ এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।