Published : Saturday, 16 November, 2024 at 6:50 AM, Update: 16.11.2024 7:06:11 AM
প্রায় ৬ বছরের পরীক্ষা শেষে অবশেষে নেপাল থেকে বাংলাদেশে আসলো বিদ্যুৎ। মূলত ভারতের গ্রিড ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পেলো বাংলাশে। এর মধ্য দিয়ে সফল হলো ৬ বছর আগের আলোচনা।
শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নেপাল, ভারত ও বাংলাদেশ কর্তৃপক্ষ ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সঞ্চালন প্রক্রিয়া উদ্বোধন করেন।
চুক্তির আওতায় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৭ মাস বিদ্যুৎ আসবে। প্রতি বছর আনুমানিক ১৩০ কোটি টাকা হিসেবে এই বিদ্যুৎ কিনতে ৫ বছরে খরচ হবে ৬৫০ কোটি টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) এক কর্মকর্তা জানান, দুপুর ১টা থেকে ভেড়ামারা গ্রিড হয়ে ৩৮ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে। এটি ভারত থেকে বিদ্যুৎ আমদানির পুরোনো গ্রিড।
পিজিসিবির ওয়েবসাইটে দেখা গেছে, দুপুর ১টার আগে ভেড়ামারা গ্রিডে ভারতীয় বিদ্যুতের সঞ্চালন ৯০০ মেগাওয়াটের কিছু বেশি থাকলেও সন্ধ্যা ৭টার দিকে তা ছিল ৯৪৬ মেগাওয়াট। এর আগে, এ সঞ্চালন লাইনে ৯১৮ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ দেখা যায়নি।
বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, নেপালের বিদ্যুৎ আসা শুরু হয়েছে। হয়ত অদূর ভবিষ্যতে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ আনা সম্ভব হবে।