রাজধানীর আজিমপুরের মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পর দুর্বৃত্তরা আট মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়াটারের একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু মারমা। তিনি বলেন, আজ সকালে আজিমপুরে একটি বাসা থেকে টাকা ও স্বর্ণালংকারসহ আট মাস বয়সী একটি মেয়ে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় ডাকাত সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কী কী নিয়ে গেছে জানতে চাইলে ওসি বলেন, একটি শিশু নিখোঁজ আছে। এটিই বড় ব্যাপার। আগে আমরা বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা করছি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বামী ও সন্তানসহ আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে একটি বাড়িতে থাকেন। সকালে চার থেকে পাঁচ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাদের বাসা থেকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও তাদের আট মাসের একমাত্র মেয়ে সন্তানকে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে মুনমুন শারমিন নামে এক নারী ফেসবুক পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা (একজন নারী আর দুজন পুরুষ) জিনিসপত্র ও তাদের একমাত্র বাচ্চাকে নিয়ে গেছে।