টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক ও ১২০ জন স্টাফের এক মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের অ্যাকাউন্টে বেতনের টাকা দেওয়া হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।
তিনি বলেন, আমরা শুনেছি কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখের তিনদিন আগেই বেতন দেওয়া শুরু করেছে।
এদিকে, আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে বলে জানিয়েছেন টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়াতুল হক।
দেশসংবাদ/এএসএম