বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। মসজিদে আসা মুসল্লিদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণ, পল্টন ও আশপাশের এলাকায় এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, পল্টন মোড় থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে আছেন ২০-৩০ জন পুলিশ সদস্য। ডিবি পুলিশের বেশ কয়েকজন সদস্যকেও দেখা গেছে। যারা ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে যাচ্ছেন তাদের তল্লাশি করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিত করতে প্রতি শুক্রবারই স্বাভাবিকভাবে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।