তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থিদের হাতে আগামী ১৪ দিনের জন্য রাজধানীর কাকরাইল মসজিদের দায়িত্ব হস্তান্তর করেছে মাওলানা জুবায়েরপন্থিরা।
শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে কাকরাইল মসজিদের জুবায়েরপন্থিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন সাদপন্থিরা। পরে সকাল ৮টার দিকে মসজিদে প্রবেশ করেন সাদপন্থিরা। এ সময় অসংখ্য লোকের জমায়েত হয়।
এ মসজিদের নিয়ম হলো ১৪ দিন থাকবে সাদপন্থিরা এবং ২৮ দিন থাকবে জুবায়েরপন্থিরা।
এ সময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার বেলাল (জুবায়েরপন্থি), খোরশেদ আলম (জুবায়েরপন্থি), মো. কামাল হোসাইন (জুবায়েরপন্থি), অতিরিক্ত সচিব মো. মোজাম্মেল হক (সাদপন্থি), মাওলানা হারুন (সাদপন্থি), শেখ আব্দুলাহ (সাদপন্থি) প্রমুখ।
এর আগে গত ১২ নভেম্বর ঢাকার কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের সাদপন্থিদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা অচলের হুঁশিয়ারি দেয় জুবায়েরপন্থিরা।
এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুল করিম কাসেমী বলেন, ‘সাদপন্থিরা হাদিসের অপব্যখ্যাকারী। তাদের দাওয়াত ও তাবলিগে অংশগ্রহণ করার সুযোগ নেই।’