সিরাজগঞ্জ এক্সপ্রেস তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
এ সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করেছে আমরা সিরাজগঞ্জবাসী নামক সামাজিক সংগঠন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ৪ আগস্ট ট্রেনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ট্রেনটি। স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জবাসীর মধ্যে।
সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামের ট্রেনের যাত্রী আশরাফ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল। সিরাজগঞ্জবাসী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর ট্রেনটি চালু হয়েছে। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ট্রেনটি যখন বন্ধ ছিল তখন বাসে যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হয়েছে। আজ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে ঢাকায় যেতে পেরে খুব আনন্দ লাগছে।