Published : Thursday, 14 November, 2024 at 4:59 PM
কড়া নিরাপত্তায় শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভেঙে দিয়ে ঘোষিত আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনটি দেশের অর্থনীতি শক্তিশালী করতে বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকেকে আরও ক্ষমতা দেয়া হবে কিনা, তা নির্ধারণ করবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের ২২৫ আসনের প্রার্থী বাছাইয়ে হচ্ছে ভোট। সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ১১৩টি আসনে জয় পেতে হবে। মোট ১৩ হাজার ৪০০ পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানে সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। ভোট গণনা শুরু হবে সন্ধ্যায়। শুক্রবার ফলাফল ঘোষণা করা হতে পারে।
এবারের নির্বাচনে সবমিলিয়ে ভোটার সংখ্যা এক কোটি ৭১ লাখ। লড়ছেন ৮ হাজার ৮০০ প্রার্থী। নির্বাচনে এ বছর তেমন একটা প্রচারণা দেখা যায়নি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন ১৯৬ এমপি। বাকি আসনগুলোতে ভোটের সংখ্যার ওপর নির্ভর করে নির্বাচিত করা হবে।
ভোট পর্যবেক্ষণকারী গ্রুপ পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক রোহানা হেত্তিয়ারাচ্চি বলেন, ৪৯টি রাজনৈতিক দল এবং ২৮৪টি স্বতন্ত্র দলের ৮ হাজার ৮০০টিরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাত্র ১ হাজার প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন।
এর আগে, ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক ১৬তম পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করেন। ২১ নভেম্বর নব নির্বাচিতদের নিয়ে ১৭তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে।