Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড গড়েছে সৌদি আরব ■ চলতি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার ■ ঢাবি ছাত্রদলের কমিটি থেকে ৬ নেতাকে অব্যাহতি ■ ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড ■ আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ■ দেশকে মজবুত অর্থনীতি দিয়ে যাওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার ■ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না
শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন, চলছে ভোট গ্রহণ
Published : Thursday, 14 November, 2024 at 4:59 PM

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

কড়া নিরাপত্তায় শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভেঙে দিয়ে ঘোষিত আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনটি দেশের অর্থনীতি শক্তিশালী করতে বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকেকে আরও ক্ষমতা দেয়া হবে কিনা, তা নির্ধারণ করবে।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের ২২৫ আসনের প্রার্থী বাছাইয়ে হচ্ছে ভোট। সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ১১৩টি আসনে জয় পেতে হবে। মোট ১৩ হাজার ৪০০ পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানে সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। ভোট গণনা শুরু হবে সন্ধ্যায়। শুক্রবার ফলাফল ঘোষণা করা হতে পারে। 

এবারের নির্বাচনে সবমিলিয়ে ভোটার সংখ্যা এক কোটি ৭১ লাখ। লড়ছেন ৮ হাজার ৮০০ প্রার্থী। নির্বাচনে এ বছর তেমন একটা প্রচারণা দেখা যায়নি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে সরাসরি নির্বাচিত হবেন ১৯৬ এমপি। বাকি আসনগুলোতে ভোটের সংখ্যার ওপর নির্ভর করে নির্বাচিত করা হবে। 

ভোট পর্যবেক্ষণকারী গ্রুপ পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক রোহানা হেত্তিয়ারাচ্চি বলেন, ৪৯টি রাজনৈতিক দল এবং ২৮৪টি স্বতন্ত্র দলের ৮ হাজার ৮০০টিরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাত্র ১ হাজার প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন।
 
এর আগে, ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক ১৬তম পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করেন। ২১ নভেম্বর নব নির্বাচিতদের নিয়ে ১৭তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শিক্ষার্থীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 17 November, 2024
থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 16 November, 2024
ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 12 November, 2024
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ইইউ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 9 November, 2024
আরও ৯টি দেশকে ভিসামুক্ত সুবিধা দিলো চীন
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 2 November, 2024
আসামে দুই বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক
Friday, 1 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up