Published : Thursday, 14 November, 2024 at 4:51 PM
আমাদের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফরিদা আখতার।
তিনি বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। গণখভ্যুত্থানে আহতদের মনে যে একটা ক্ষোভ হয়েছে, আমরা মনে করি আমাদের এটা দেখার দরকার আছে। নিশ্চয়ই কোন ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, একেবারেই ভুল হয়নি এমনটা নয়। চারিদিকে দেখতে গিয়ে কোনভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কারনে তারা রাস্তায় নেমে এসেছে।
ফরিদা আখতার আরও বলেন, হাত পায়ে ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এজন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম।
তিনি বলেন, আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ উপদেষ্টারা আবারো তাদের সঙ্গে বসব। আশা করছি সেখানে একটি ভালো সমাধান আসবে।
এসময় মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ প্রমুখ।