Published : Thursday, 14 November, 2024 at 1:23 PM, Update: 14.11.2024 1:28:57 PM
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি। শহরের বাতাসের মান এত খারাপ হয়ে পড়েছে যে ধোঁয়াশার পুরু আস্তরণে ঢেকে গেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। যার ফলে দৃশ্যমানতা কম থাকায় আজও স্থগিত করা হয়েছে ফ্লাইট চলাচল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্যানুসারে, বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লির বাতাসের গুনগত মান ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২ হয়েছে। যার অর্থ, এই মুহূর্তে দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’।
এদিন ভোর সাড়ে ৫টায় পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর কর্তৃপক্ষ শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে। সকাল ৭টায় দৃশ্যমানতা শূন্যে নেমে আসে উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও। এর ফলে স্থগিত করা হয় ফ্লাইট চলাচল।
মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। যা জনসাধারণের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
উল্লেখ্য, বুধবার (১৩ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৩৭০, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। আর মঙ্গলবার একিউআই ছিল ৩৬১। সেই তুলনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাতাসের গুণগত মানের আরও অবনতি হয়েছে।