Published : Wednesday, 13 November, 2024 at 7:04 PM, Update: 13.11.2024 9:07:25 PM
মালদ্বীপের বিপক্ষে প্রথম ফিফা ম্যাচে প্রথমার্ধের অনেক অংশ জুড়ে বাংলাদেশ আধিপত্য করেছে। গোলের সুযোগ পেয়েও নষ্ট হয়েছে। আর এই সুযোগে সমুদ্রপাড়ের দেশটি এক সেট পিস থেকে গোল করে স্বাগতিকদের সমর্থকদের চুপ করে দিয়েছে। বিরতিতে যাওয়ার আগে মালদ্বীপের কাছে এক গোল খেয়ে বাংলাদেশ ফিরেছে ড্রেসিংরুমে।
বুধবার (১৩ নভেম্বর) কিংস অ্যারেনাতে ম্যাচের শুরু থেকে লাগাম নিজেদের কাছে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ৪-৪-২ ছকে বাঁ দিক দিয়েই বেশি আক্রমণ হচ্ছিল। কখনও ফাহিম কিংবা রাকিব, কখনও আবার মোরসালিন ছিলেন আক্রমণের নেতৃত্বে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। বল কখনও বারে কিংবা ক্রসবারের ওপর দিয়ে গেছে। আবার রক্ষণে বাধা পড়েছে।
এই অর্ধে বাংলাদেশের আক্রমণে নেতৃত্ব দিলেও কিছুটা অগোছালো ভাব ছিল। গোলকিপার মিতুল মারমা একাধিকবার ভুল করতে গিয়ে গোল প্রায় খেয়েই যাচ্ছিল দল। এছাড়া ব্যাক পাস কিংবা ভুল পাস ছিল।
তারপরও ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল প্রায় যাচ্ছিল। ৪ মিনিটে ঈসা ফয়সালের ক্রসে শেখ মোরসালিন বক্সের ভেতরে থেকে হাওয়া ভাসা বলে মাথা চালিয়ে দেন। তবে তা ক্রসবারের অনেক ওপর দিয়ে সমর্থকদের হতাশ করেন।
দুই মিনিট পর শেখ মোরসালিনের মাটি গড়ানো শট ৬ গজ দূরত্বে থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।
১৪ মিনিটে ব্যাক ফ্লিক থেকে আর একটু হলেই মালদ্বীপ গোল পেতে পারতো। তবে কোনোমতে বল তালুবন্দি করে তা হতে দেননি মিতুল। একটু পর ফাহিমের ক্রসে রাকিব ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি।
ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। হামজা মোহাম্মদের দারুণ এক মাপা ফ্রি কিকে পোস্টের সামনে থেকে আলী ফাসির ফাঁকায় আলতো করে মাথা ছুঁইয়ে দেন। এসময় ডিফেন্ডার কিংবা গোলকিপার কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
এক গোলে পিছিয়ে থেকে আবারও আক্রমণে বাংলাদেশ। ১৯ মিনিটে ফাহিমের ক্রসে রাকিব পা ছোঁয়ানোর আগেই গোলকিপার ব্লক করেন। এরপর দ্রুত বিপদমুক্ত করেন সামোহ আলী।
৪৪ মিনিটে বল ক্রসবার কাপাঁলেও গোল পাওয়া হয়নি। সোহেল রানার দূরপাল্লার শট সাইডবারে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি। এখন ড্রেসিংরুম থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা তা এখন দেখার।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।