Published : Wednesday, 13 November, 2024 at 2:06 PM
পাকিস্তানে বর-কনেসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এখনো বাসটির ১২ যাত্রী নিখোঁজ রয়েছে। ধারণা করা যাচ্ছে তাদেরও মৃত্যু হয়েছে। তবে তাদের সন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পরে, বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দিয়ামের এসএসপি শের খান বলেছেন, বাসটি জিবি’র আস্তোর জেলা থেকে আসছিল। বাসের যাত্রীরা পাঞ্জাবের চকওয়াল জেলার দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, দুপুর ১টার দিকে তেলচি ব্রিজে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসিটি নদীতে পড়ে যায়।
কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার সময় বাসটিতে ২৭ জন ছিলেন। উদ্ধারকারীরা নদী থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করে। নববধূকে আহত অবস্থায় উদ্ধার করে গিলগিটের আরএইচকিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লিখেছেন, দুর্ঘটনায় মৃতদের জন্য আমি গভীরভাবে শোকাহত। এছাড়াও এখনো যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।