Published : Wednesday, 13 November, 2024 at 9:43 AM, Update: 13.11.2024 9:56:37 AM
সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলশানের লেকশোর হোটেলে দলটির উদ্যোগে ‘৩১ দফা রুপরেখা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির কেন্দ্রীয় কমিটির নেতা এবং সমমনা রাজনৈতিক দলের প্রধানসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত থাকবেন।