Published : Wednesday, 13 November, 2024 at 8:57 AM
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে সুন্দরবন কুরিয়ারের রাসয়নিক পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এসে দেখে আগুন দাউদাউ করে জ্বলছে। পাশেই একটি বহুতল ভবন ও পাম্প থাকায় আগুন যাতে সেগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করে ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে পরে মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো একটি ইউনিট পানি নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এরপর আগুন নিয়ন্ত্রণে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তাও নিরুপন করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কুরিয়ার সার্ভিসটির কর্মকর্তা-কর্মচারীরা।
আগুনে পুরো গোডাউনের মালামালের কোনোটি পুড়ে গেছে, আবার কোনোটি পানিতে নষ্ট হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের উৎকট গন্ধ ছড়িয়েছে চারপাশে।