Published : Tuesday, 12 November, 2024 at 10:04 PM
ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। টেস্ট ওয়ানডে মিলিয়ে ভারতীয় দলের হয়ে খেলেছেন ২৭টি ম্যাচ। যেখানে তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। পরে ক্যারিয়ার খুব বেশি বড় করতে পারেননি । তার ছেলে আরিয়ান বাঙ্গারও ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
ছেলে আরিয়ান লিঙ্গ পরির্বতন করেছেন। ছেলে থেকে মেয়ে হয়েছেন তিনি। রূপান্তরিত নারী হয়ে নিজের নামও বদলেছেন আরিয়ান। নিজের নতুন নাম তিনি রেখেছেন আনায়া বাঙ্গার।
ইন্সটাগ্রামে আনায়ার অ্যাকাউন্টও এখন আনায়া বাঙ্গার নামে। সেখানেই এক পোস্টে আনায়া জানিয়েছেন নিজের ক্রিকেট খেলার স্বপ্ন ত্যাগ করার কথা।
এ নিয়ে আনায়া বলেন, ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরো একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা। সেই পথেও অনেক লড়াই করতে হয়েছে। অবশেষে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে ভালোবেসেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।
আনায়া ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছেন ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারির’ মাধ্যমে। আর লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন ২০২১ সালে।
লিঙ্গ পরিবর্তন করায় অবশ্য পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন ছাড়তে হয়েছে অনয়াকে। কারণ, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র নিয়ম, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারীরা ক্রিকেট খেলতে পারবেন না। নারীদের ক্রিকেটারদের সুরক্ষা ও খেলার মধ্যে সাম্য বজায় রাখার জন্য এই নিয়ম করা হয়েছে।
ক্রিকেটের এই নিয়মের বিরুদ্ধেও সরব হয়েছেন অনয়া। তাঁর মতে, লিঙ্গ পরিবর্তন করানোয় তিনি যে ক্রিকেট খেলতে পারবেন না তা কোনও দিন ভাবতে পারেননি। ক্রিকেটের নিয়মে বলা হয়েছে, বয়ঃসন্ধির আগে লিঙ্গ পরিবর্তন করলে একমাত্র তখনই কোনও রূপান্তরিতকে মহিলাদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। কিন্তু আইন অনুযায়ী, ১৮ বছর না হলে লিঙ্গ পরিবর্তন করানো বেআইনি।
এই দ্বন্দ্বে পড়ে তাঁর মতো ক্রিকেটারদের স্বপ্ন ভেঙে যাচ্ছে বলে অভিযোগ তাঁর। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ভেঙে গেলেও নিজের আর এক স্বপ্ন ভাঙতে দেননি অনয়া। নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।