এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে জাবির সমন্বয়কের দায়িত্ব পালনকারীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে জনসম্মুখে এসে তারা এ ঘোষণা দেন।
সভা চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নূর নবী নিজেকে পুনরায় সমন্বয়ক ঘোষণা দেন, এতে কনফারেন্স রুমে উপস্থিত থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
সভা শেষে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কোনো সমন্বয়কের স্থান নেই, সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় বহন করবে।