Published : Tuesday, 12 November, 2024 at 12:09 PM
জীবনের ৮৬ বসন্ত পেরিয়ে অনন্তলোকে পাড়ি জমালেন বর্ষিয়ান নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে।
মনোজ মিত্র তার প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লেখেন ১৯৫৯ সালে। কিন্তু ১৯৭২-এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি গড়ে ওঠে। ওই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী। তার প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম ‘সুন্দরম’।
বাংলাদেশের নাট্যাঙ্গনেও তুমুল জনপ্রিয় মনোজ মিত্র। তার লেখা 'কিনো কাহারের থেটার' নাটকটি নিয়মিত মঞ্চায়ন করছে ঢাকার নাট্যদল প্রাচ্যনাট। চট্টগ্রামের নাট্যদল ফেইমও অসীম দাশের নির্দেশনায় এ নাটকটি মঞ্চস্থ করছে।
বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে মঞ্চে এসেছে মনোজ মিত্রের লেখা একাধিক নাটক।
তার মৃত্যুতে ঢাকার থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা, অভিনেত্রী সারা যাকের, নূনা আফরোজসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে তিনি স্নাতক হন।
কলেজে পড়ার সময়ই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন মনোজ মিত্র। সে সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। গবেষণাও শুরু করেছিলেন।
১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজের। ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন।
শুধু মঞ্চে নয়, সিনেমাতেও খ্যাতি অর্জন করেছিলেন মনোজ মিত্র। ‘বাঞ্ছারামের বাগান’ চলচ্চিত্রে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়।