লঙ্কা টি-টেন লিগের আসন্ন আসরে গল মারভেলসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পর এবার আরো এক বাংলাদেশি ক্রিকেটার টুর্নার্মেন্টটিতে যোগ দিতে যাচ্ছেন।
লঙ্কা টি-টেন লিগের প্লেয়ার ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। ১২ ডিসেম্বর শুরু হবে লঙ্কান এই লিগের এবারের আসর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
লঙ্কা টি-টেন লিগের দলগুলো হলো, বাংলা টাইগার্স হাম্বান্টোটা, গল মারভেলস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স ও ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস।
টুর্নামেন্টে মোট দল থাকবে ছয়টি। প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে। শ্রীলংকার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন। রাউন্ড রবিন (প্রতেক্যের বিপক্ষে প্রত্যেকের খেলা) পদ্ধতিতে প্রথম পর্বের খেলা হবে। এই রাউন্ড শেষে হবে প্লে-অফ।