অর্ন্তবতী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সোমবার (১১ নভেম্বর) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্ট এসে ছাত্ররা দলে দলে উপস্থিত হতে শুরু করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিপ্লব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক।
ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া শহিদের রক্তের অবমাননা ও অভ্যুত্থানের সঙ্গে বেঈমানির শামিল উল্লেখ করে তারা বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেবেন।