জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান। এবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তিনি এজাহারভুক্ত আসামি।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন আদালতে হাজিরা শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন তিনি। ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।