Published : Monday, 11 November, 2024 at 10:28 PM, Update: 11.11.2024 10:32:44 PM
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ‘ডলার সিরাজ মোল্লা’কে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
তিনি বলেন, নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে আটক করে থানায় দিয়ে গেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি, মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যাবেন। আপাতত তিনি থানা হেফাজতে আটক আছেন।
জানা গেছে, পিপলস ইউনিভার্সিটিতে আজ একটি বিশেষ সভা ছিল, ঐ সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ মিটিংয়ে অংশগ্রহণের জন্য সিরাজুল ইসলাম সেখানে আসেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
প্রসঙ্গত, সিরাজুল ইসলাম নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।