বঙ্গভবনের দরবার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করা মো. মাহফুজ আলম।
সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি।
মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য ক্ষমাপ্রার্থী। মানুষের জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।
গতকাল রোববার উপদেষ্টা হিসেবে শপথ নেয়া মাহফুজ আরও লিখেছেন, শেখ মুজিব ও তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, যেমন: ৭২–এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২–৭৫, ২০০৯–২০২৪), এই সবকিছু বাংলাদশে আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এরপর আমরা ৭১–এর আগের শেখ মুজিবের কথা বলতে পারব। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সমঝোতা হবে না।
গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন,আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, মুজিববাদ, মুর্দাবাদ। আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।
এর আগে গত মাসে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার। এসব নোট নতুন করে নকশা করার ঘোষণা দেয়া হয়েছে। আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে।