Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ বাংলাদেশি নিহত ■ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারের নির্দেশ ■ বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ ■ কাকরাইলে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ ■ ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ ■ সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন ■ ফায়ার ফাইটার নিহত, ব্যর্থতা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বঙ্গবন্ধু জনপ্রশাসন একাডেমির জমি বরাদ্দ বাতিল
Published : Monday, 11 November, 2024 at 12:48 PM

বিপন্ন এশীয় বন্য হাতিসহ দেশের গুরুত্বপূর্ণ বন্য প্রাণীর নিরাপদ বসতি এই ঝিলংজা বনভূমি

বিপন্ন এশীয় বন্য হাতিসহ দেশের গুরুত্বপূর্ণ বন্য প্রাণীর নিরাপদ বসতি এই ঝিলংজা বনভূমি

কক্সবাজারের সংরক্ষিত বনে 'বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন' স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা সাতশ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। 

বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে সোমবার (১১ নভেম্বর) এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় থেকে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের প্রেক্ষিতে বনভূমির এ বরাদ্দ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
 
ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমানের স্বাক্ষর করা ১০ নভেম্বর পাঠানো পত্রের মাধ্যমে উল্লিখিত বিষয়ে যথাযথ কার্যক্রম নিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য কক্সবাজারের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অভ পাবলিক এডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্তকৃত কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা মৌজার বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত বিএস ২৫০০১ নম্বর দাগের ‘পাহাড়’ শ্রেণির ৪০০ একর ও বিএস ২৫০১০ নম্বর দাগের ‘ছড়া’ শ্রেণির ৩০০ একর মোট ৭০০ একর জমি রক্ষিত বনের গেজেটভুক্ত হওয়ায় ওই বন্দোবস্ত এত দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
 
এর আগে গত ২৯ আগস্ট এ বিষয়ে আধা-সরকারি পত্র পাঠান পরিবেশ উপদেষ্টা। উপদেষ্টার পাঠানো আধাসরকারি পত্রে বলা হয়, বন্দোবস্তকৃত এলাকা ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭-এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ২১৪৫.০২ একর ভূমির অংশে গর্জন, চাপালিশ, তেলসুরসহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর, বন্য শুকরসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০১১-১২ ও ২০১২-১৩ সালে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।
 
রেকর্ডে ‘রক্ষিত বন’ উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করে। পাশাপাশি ভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে একটি রিট মামলাও হাইকোর্টে দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগ এ বন্দোবন্তের বিষয়ে স্থগিতাদেশ দেন, যা আপিল বিভাগে বহাল রয়েছে।
 
১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত।
 
সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ এবং জাতিসংঘ জীববৈচিত্র্য সনদে বন সংরক্ষণের অঙ্গীকার রয়েছে। দেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকায় এই বন্দোবস্ত জনস্বার্থবিরোধী।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
চোখের জলে নয়নকে বিদায় জানালো ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up