দীর্ঘ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের এই দলে ফিরেছেন শরিফুল ইসলাম। সর্বশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না বাঁহাতি এই পেসার। এর আগে ভারত সফরেও টেস্ট দলের অংশ ছিলেন না তিনি। ২৩ বছর বয়সী এই পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, রাওয়ালপিন্ডিতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে এই স্কোয়াডে বিবেচনা করা হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের জায়গায় ডাক পাওয়া হাসান মুরাদও আছেন দলে।
২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ, দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। দলটির বিপক্ষে বাংলাদেশের খেলা সবশেষ টেস্ট সিরিজও এটাই।
টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। এর আগে অবশ্য অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।